বইমেলা! চিন্তা চড়া ট্রেড লাইসেন্স ফি

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বইমেলা! চিন্তা চড়া ট্রেড লাইসেন্স ফি



নিজস্ব সংবাদদাতাঃ প্রকাশক ও বই বিক্রেতাদের কথা মতো গিল্ডের অনুরোধে সাড়া দিয়ে সল্টলেকের সেন্ট্রাল পার্ক চত্বরের একাংশকে পাকাপাকি ভাবে ‘বইমেলা প্রাঙ্গণ’ হিসাবে রাজ্য সরকার স্বীকৃতি দিলেও মেলার মাঠে ট্রেড লাইসেন্স নিয়ে বই-কারবারিদের মধ্যে অসন্তোষ দানা বাঁধছে। সূত্রের খবর, দু’সপ্তাহব্যাপী বইমেলার প্রথম সাত দিন পেরোতে চলল, তবে এখনও ২০০ জনেরও ট্রেড লাইসেন্সের আর্জি জমা পড়েনি। সূত্রের দাবি, ট্রেড লাইসেন্সের দর শুনে কার্যত প্রকাশকদের মাথায় হাত। দু’বছর আগেও যেখানে স্টলের মাপ অনুযায়ী ১০০-২০০ টাকা দিতে হত, সেখানে এখন অন্তত ৬০০-৬৫০ টাকার ধাক্কা।