হরি ঘোষ -আগামী সোমবার থেকে শুরু হতে চলেছে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা। তাই মাধ্যমিক পরীক্ষার জন্য শনিবার দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাই স্কুল বিদ্যালয়ের সমস্ত শিক্ষকদের নিয়ে বৈঠক করলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক ডক্টর কলিমুল হক। তিনি জানিয়েছেন সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা,দীর্ঘ লকডাউন এর পর। ফের বিদ্যালয়ে এসে ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে।সেই কারণে করোনার বিধি-নিষেধ মেনে কিভাবে পরীক্ষা নেওয়া হবে সরকারি বিধি নিষেধ মানার পাশাপাশি কিভাবে ছাত্র-ছাত্রীদের বসানো হবে এবং তাদের প্রশ্নপত্র দেওয়া হবে।
এছাড়াও পরীক্ষা চলাকালীন কোন ছাত্র ছাত্রীর শারীরিক অসুস্থতা দেখা দিলে সে ক্ষেত্রে কি করণীয় সে সমস্ত বিষয় নিয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন নেপালি পাড়া হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক ডক্টর কলিমুল হক।