নিজস্ব সংবাদদাতাঃ সোমবার থেকে রাজ্যে শুরু মাধ্যমিক পরীক্ষা। তবে চলতি বছর করোনার মধ্যে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে বিশেষ সতর্কতা গ্রহণ করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। সম্পূর্ণ কোভিড বিধি মেনে পরীক্ষা নেওয়া হবে। এছাড়াও পরীক্ষা কেন্দ্রে থাকবে আইসোলেশন সেন্টার। শনিবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে সংবাদ মাধ্যমে জানানো হয়েছে এই খবর।