নিজস্ব সংবাদদাতাঃ আফগানিস্তানে তালিবান শাসন প্রতিষ্ঠা হলে পাকিস্তানের তরফে সুশাসনের আশা প্রকাশ করা হয়। তবে এবার তালিবান শাসন নিয়ে হতাশা প্রকাশ করল পাকিস্তান। পাকিস্তানের তরফে পূর্বেই জানানো হয়েছে আফগানিস্তানে তালিবান শাসন প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই পাকিস্তানে আতঙ্কবাদ বৃদ্ধি পেয়েছে।
এবার পাকিস্তানের তরফে জানানো হয়েছে, এতদিন পাকিস্তান তালিবানদের নিয়ে ভুল ধারণা পোষণ করত। তালিবান সরকার পাকিস্তানের ভালো চায়না বলেই মত প্রকাশ করেছে পাকিস্তান। তবে পাকিস্তানের তরফ থেকে এখনও তালিবান শাসকদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার বার্তা দেওয়া হয়েছে।