নিজস্ব সংবাদদাতাঃ গতকাল থাইল্যান্ডের বাংলোতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শেন ওয়ার্ন। জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গিয়েছে। ক্রিকেটমহলে নেমে এসেছে শোকের ছায়া। কিছুদিন আগেই শেন ইংল্যান্ডের ক্রিকেটের হাল তিনি ধরতে চেয়েছিলেন। পর পর অ্যাশেজের চারটি ম্যাচ হারে ইংল্যান্ড। ইংল্যান্ডের এই দুরাবস্থা দেখে ইংল্যান্ডের কোচ হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন শেন ওয়ার্ন। কিন্তু সেই স্বপ্ন সত্যি করার আগেই ইহলোক ত্যাগ করলেন শেন।