টবেই লাগান ক্যাকটাস গাছ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
টবেই লাগান ক্যাকটাস গাছ

নিজস্ব সংবাদদাতাঃ ক্যাকটাস অনেকেই চাষ করতে চান। কিন্তু বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতে অথচ খুব বেশি গাছের পেছনে সময় দেওয়া সম্ভব নয়, তাহলে অনায়াসেই টবে লাগাতে পারেন ক্যাকটাস। ক্যাকটাসকে খুব অযত্ন করলেও তা মরে না। যদি খুব বেশি জল দেওয়া হয় তাহলে ক্যাকটাস সহজেই মরে যায়। তাই দুসপ্তাহে একবার জল দিলেই আপনার বাড়িতে খুব সুন্দর করে করে বেড়ে উঠবে। ক্যাকটাসে ছোট-বড় নানা আকারে ফুল হয়ে থাকে। কোন ফুল সকালে ফোটে, কোন ফুল আবার রাতে ফোটে।
ছোট টবের জন্য ক্যাকটাসের উপযুক্ত মাটি প্রস্তুত করতে হবে। ক্যাকটাসের উপযুক্ত মাটি তৈরি করার জন্য প্রয়োজন ধানের খোসা, কোকোপিট, সামান্য জৈবসার, কিছু কাঁকড়, সামান্য বড় আকারের পাথর। সমস্ত মিশ্রণকে ভালো করে মিশিয়ে নিয়ে ছোট চ্যাপ্টা পটের মধ্যে অনায়াসে প্রতিস্থাপন করতে পারেন। ক্যাকটাস কাছাকাছি কোন নার্সারি থেকে সহজেই পেয়ে যাবেন। নানান আকারের ঘর সাজানোর ক্যাকটাসই কিনতে পাওয়া যায়। মাঝেমধ্যে একটু জল স্প্রে করে দিলেই ক্যাকটাসের মোটামুটি যত্ন নেওয়া হয়ে যায়। ক্যাকটাসকে ঘরের মধ্যেও রাখতে পারেন, আবার সকালের হালকা রোদে ছাদে বা বাগানে বা ব্যালকনিতে বার করেও দিতে পারেন। তবে বাড়িতে ছোট বাচ্চা থাকলে সাবধান। অনেক সময় ক্যাকটাসের কাঁটায় হাত কেটে যেতে পারে।