নবীনের দেহ দেশে নিয়ে আসার প্রচেষ্টা চলছে : বাসভরাজ বোমাই

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
নবীনের দেহ দেশে নিয়ে আসার প্রচেষ্টা চলছে : বাসভরাজ বোমাই

নিজস্ব সংবাদদাতা : খারকিভে বোমা বিস্ফোরণে নিহত পড়ুয়া, কর্ণাটকের বাসিন্দা নবীন শেকারাপ্পা জ্ঞানগউধরের দেহ দেশে ফেরানোর প্রচেষ্টা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী বাীসভরাজ বোমাই। তিনি রও জানান, ''আমরা ভারতীয় দূতাবাসের সাথে যোগাযোগ করছি, এই বিষয়ে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সাথেও কথা বলেছি।''