শনিবার বৈঠকে বসছে বঙ্গ বিজেপি

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
শনিবার বৈঠকে বসছে বঙ্গ বিজেপি

নিজস্ব সংবাদদাতাঃ রাজ্য কমিটি তৈরি হওয়া বঙ্গ বিজেপির ভিতরে শুধুই অস্বস্তি বাড়েছে। ক্ষোভ-বিক্ষোভের ঝাঁঝে সংগঠন কিছুটা ধাক্কা খেয়েছে বলে দাবি করেছেন দলের প্রথম সারির নেতাদের একাংশ। তার প্রভাব উপনির্বাচন, পুরনিগমের ভোট এমনকী ১০৮টি পুরসভার ভোটেও টের পেয়েছে এ রাজ্যের প্রধান বিরোধী শক্তি। তবে পিছনের দিকে না তাকিয়ে পঞ্চায়েত ভোটের আগে নতুন করে সংগঠনের ভিত শক্ত করতে মরিয়া সুকান্ত মজুমদাররা। সেই লক্ষ্যেই শনিবার বিশেষ বৈঠক ডেকেছে বিজেপি। কলকাতার জাতীয় গ্রন্থাগারের একটি কক্ষে এই বৈঠক হবে। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জানান, শনিবার দুপুর ২টোয় বৈঠকে বসবেন তাঁরা। সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হবে। পুরসভায় জয়ী কাউন্সিলরদেরও এই বৈঠকে থাকতে বলা হয়েছে। তবে সকলে যে বৈঠকে থাকতে পারবেন না সে কথাও জানিয়েছেন সুকান্ত।