নিজস্ব সংবাদদাতা : সবুজের পরিমাণ বাড়াতে রাজ্যের রাজধানীতে প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে পার্ক নির্মাণের ঘোষণা মুখ্যমন্ত্রীর। শুক্রবার ইয়েলাহাঙ্কার কাছে ৩৫০ একর জমিতে অটল বিহারী বাজপেয়ী পার্ক স্থাপনের প্রস্তাব করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই। তিনি ঘোষণা করেন, ''রাজ্য সরকার ইয়েলাহাঙ্কার জারাকাবন্দে এলাকায় একটি বিস্তৃত ৩৫০ একর জমিতে অটল বিহারী বাজপেয়ী পার্ক গড়ে তুলবে। বেঙ্গালুরুর লালবাগ ও কাবন পার্কের আদলে তৈরি হবে পার্কটি। প্রস্তাবিত পার্কটি বন বিভাগের সমন্বয়ে গড়ে তোলা হবে। প্রস্তাবিত পার্কটি শহরের সবুজ আবরণ বাড়াবে এবং শহরের দূষণ কমবে।''