নিজস্ব সংবাদদাতা : ইউক্রেন থেকে যারা রোমানিয়ার সিরেট সীমান্তে পৌঁছচ্ছেন তাদের থাকার জন্য বিশেষ তাঁবুর ব্যবস্থা করা হয়েছে। সীমান্তে আশ্রয়ের যেমন ব্যবস্থা করা হয়েছে তেমনই ইউক্রেনীয়ান শরণার্থী সহ যুদ্ধ ক্ষেত্রে আটকে পড়া বিদেশি নাগরিকদের জন্য খাবার, পোশাক ও ওষুধের বন্দোবস্তও করা হয়েছে। রোমানিয়ার সিরেট সীমান্তে থাকা একজন রেড ক্রস ভলেন্টিয়ার জানিয়েছেন, ''ভারতীয় সহ প্রচুর বিদেশী নাগরিক এখানে রয়েছেন এবং তাদের জন্য বিশেষ তাঁবু তৈরি করা হয়েছে। গত রাতে প্রায় ৮১৫ ভারতীয় ছিল। আজ সংখ্যাটা ৩০০।''