যাত্রীদের সুবিধার্থে নয়া পদক্ষেপ কলকাতা মেট্রোর

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
যাত্রীদের সুবিধার্থে নয়া পদক্ষেপ কলকাতা মেট্রোর

নিজস্ব সংবাদদাতাঃ দিল্লির ধাঁচে এবার রং দিয়েই লাইন চিহ্নিত করা হবে কলকাতা মেট্রোতে। ইস্ট-ওয়েস্ট থেকে জোকা-বিবাদি বাগ বা নর্থ সাউথ থেকে নোয়াপাড়া-বারাসত সবকটি লাইন এবার চিহ্নিত হবে কালার মার্কিং দিয়ে। জংশন স্টেশনগুলোর প্ল্যাটফর্মে লাল-নীল, সবুজ-হলুদ রংয়ের পায়ের ছাপ দিয়ে চিহ্নিত করা হতে পারে, যাতে প্রথমবার মেট্রোয় চড়া যাত্রীও সহজেই এক রুটের মেট্রো থেকে নেমে সেই পায়ের ছাপ দেখে লাইন বদলে অন্য রুটের মেট্রোতে উঠে যেতে পারেন। দিল্লি মেট্রোতে মাকড়শা-র জালের মতো ন’টি লাইন রয়েছে। একেকটি রুট একেকটি রংয়ের সেখানে। মেট্রো সূত্রে খবর, এবার কলকাতায় মেট্রোর বিভিন্ন করিডর বিভিন্ন রংয়ের হবে। দক্ষিণেশ্বর-কবি সুভাষ হচ্ছে নীল রং, কবি সুভাষ-বিমানবন্দর কমলা, ইস্ট-ওয়েস্ট সবুজ, জোকা-বিবাদি বাগ বেগুনি, নোয়াপাড়া-বিমানবন্দর-বারাসত হলুদ, বরানগর-বারাকপুর গোলাপি। ইতিমধ্যেই রংয়ের বিষয়ে সিদ্ধান্ত হয়ে গিয়েছে, তবে এবিষয়ে এখনই মেট্রোর কোনও কর্তা মুখ খুলতে চাননি। সূত্রের খবর, প্রতিটি প্রকল্পকে কালার মার্কিং করার জন্য আরভিএনএলকে মেট্রোর তরফে একটি চিঠি পাঠানো হয়েছে। এবং দ্রুত কাজ বাস্তবায়নের কথা বলা হয়েছে।