নিজস্ব সংবাদদাতাঃ চিকিৎসায় গাফিলতির অভিযোগে উত্তাল রায়গঞ্জ। শিশু মৃত্যুকে কেন্দ্র করে রোগীর পরিজনদের সঙ্গে পুলিশের ব্যাপক ধ্বস্তাধস্তি। শুক্রবার সকালে রায়গঞ্জের ছটপড়ুয়া এলাকায় একটি বেসরকারি হাসপাতালে এই ঘটনা ঘটে। আট বছরের মেয়ের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারকে জানিয়েছিল, তাঁদের মেয়ে ভালো আছে। কিন্তু পরে জানা যায়, মেয়ের জ্ঞান ফিরছে না। মেয়েকে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, তিন ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে। মৃত কিশোরীর নাম অদিতি দাস। রায়গঞ্জের গৌরি গ্রাম পঞ্চায়েতের নরম কলোনি এলাকার বাসিন্দা। মৃতার পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার রাতে ওই বেসরকারি হাসপাতালে ঠোঁটের অস্ত্রোপচার হয় কিশোরীর। এরপর শুক্রবার সকালে চিকিৎসাধীন মেয়েকে দেখতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, তাঁদের মেয়ে সুস্থ ও স্বাভাবিক আছে। এরপর বলা হয়, অস্ত্রোপচারের পর মেয়ের নাকি জ্ঞানই ফিরছে না। এই পরিস্থিতিতে রায়গঞ্জ মেডিকেলে স্থানান্তরিত করা হয় তাকে। সেখানে নিয়ে যেতেই শিশুটিকে মৃত বলে ঘোষণা করা হয় বলে দাবি পরিবারের। এরপর শিশুর মৃতদেহ পুনরায় ওই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিজনেরা।