স্টুডেন্ট ক্রেডিট কার্ড 2021: Apply for Student Credit Card Online

author-image
Harmeet
New Update
স্টুডেন্ট ক্রেডিট কার্ড 2021: Apply for Student Credit Card Online

নিজস্ব সংবাদদাতাঃ স্টুডেন্ট ক্রেডিট কার্ড: রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থী যুবক- যুবতী তথা উচ্চ শিক্ষায় আগ্রহী ছাত্র- ছাত্রীদের জন্য বিরাট সুখবর। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হলো স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card)। এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের মাধ্যমে পড়ুয়ারা ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এবং চাকরি পাওয়ার পরে এই ঋণ শোধের সুবিধা থাকবে।

ইতিমধ্যেই রাজ্য জুড়ে শুরু হয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অনলাইন আবেদন প্রক্রিয়া। কেবলমাত্র ১০ টি স্টেপ অনুসরণ করে খুব সহজে নিজের মোবাইল কিংবা কম্পিউটারে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

দশম শ্রেণী পাশ থেকেই পড়ুয়ারা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। যারা বিগত ১০ বছর ধরে টানা এরাজ্যে রয়েছেন, কেবল তারাই এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পাবেন।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করা যাবে সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত।

স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের আওতায় রাজ্যের সমস্ত পড়ুয়ারা সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। চাকরি পাওয়ার পর ১৫ বছরে খুবই কম সুদে ঋণ পরিশোধ করতে পারবেন আবেদনকারীরা।

স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন? স্টেপ- বাই- স্টেপ দেখানো হলো-

১) স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অনলাইনে আবেদন করার জন্য www.wbscc.wb.gov.in ওয়েবসাইটে যেতে হবে।

২) ওই ওয়েবসাইটের পেজে ‘Student Registration’ -এ ক্লিক করতে হবে।

৩) যে নতুন পেজ খুলবে সেখানে আবেদনকারীর সমস্ত তথ্য পূরণ করতে হবে।
যেমন- নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেইল আইডি এবং আধার কার্ড। আধার কার্ড না থাকলেও স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তবে আধার কার্ড থাকা বা না থাকার উপর ভিত্তি করে রেজিষ্ট্রেশন ফর্ম আলাদা হবে। উপরে উল্লেখিত তথ্যগুলো পূরণ করে ‘Register’ বাটনে ক্লিক করতে হবে। 

৪) রেজিস্টার করার পর আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। ওই ওটিপি নির্দিষ্ট ঘরে টাইপ করে ভেরিফাই করতে হবে।

উপরোক্ত চারটি পদ্ধতির দ্বারা আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর স্ক্রিনে একটি রেজিস্ট্রেশন আইডি আসবে এবং আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে লগইন করার জন্য প্রয়োজনীয় তথ্য মেসেজ আকারে পেয়ে যাবেন।

৫) পরবর্তী পদক্ষেপ হলো, আপনাকে www.wbscc.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে ‘Student Login’ -অংশে ক্লিক করতে হবে।
তারপরে নতুন পেজে আপনার রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

৬) এবার স্ক্রিনে ‘Dashboard’ খুলে যাবে। সেখানে ‘Apply Now’ -অংশে ক্লিক করতে হবে।

৭) নতুন পেজে আপনাকে নিম্নলিখিত তথ্য গুলি পূরণ করতে হবে। যেমন- আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, অভিভাবকের নাম, মোবাইল নম্বর, জন্ম তারিখ, কাস্ট, আপনার আধার কার্ড আছে কি নেই (হ্যাঁ বা না), শিক্ষাগত যোগ্যতা, প্যান কার্ড আছে কি নেই (হ্যাঁ বা না), ঠিকানা, আপনার ব্যাংকের একাউন্ট নম্বর সহ বিভিন্ন তথ্য।

উপরের তথ্যগুলো পূরণ করে ‘Save & Continue’ বাটনে ক্লিক করতে হবে। আবেদনকারীর আধার কার্ড থাকা বা না থাকার উপর ভিত্তি করে রেজিষ্ট্রেশন ফর্ম আলাদা হবে। আবেদনকারীর প্যান কার্ড না থাকলে ‘Download Undertaking Documents’ -অংশে ক্লিক করে ডাউনলোড করতে হবে। যেটি পূরণ করে পরে আপলোড করা যাবে।



আরও খবরঃ 

https://anmnews.in/Home/GetNewsDetails?p=7615


For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm