এবারে কঙ্কনা এবং মনোজ বাজপেয়ীকে দেখা যাবে একসাথে

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
এবারে কঙ্কনা এবং মনোজ বাজপেয়ীকে দেখা যাবে একসাথে

নিজস্ব প্রতিনিধি -কঙ্কনা সেন শর্মা এবং মনোজ বাজপেয়ী অভিষেক চৌবের ডার্ক কমেডি নেটফ্লিক্স সিরিজ স্যুপের জন্য একসঙ্গে একত্রিত হয়েছেন। সত্য-জীবনের উপর ভিত্তি করে হবে এই ছবি। স্যুপ হল স্বাতী শেট্টির কাহিনি। যা এক অদক্ষ বাবুর্চির গল্প।