নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার উত্তরপ্রদেশের মির্জাপুরে বিধানসভার ভোটপ্রচারের উদ্দেশে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক সভায় তিনি বলেন, কোভিডের সময় আমাদের নাগরিকরা সারা বিশ্বে আক্রান্ত হয়েছিল এবং আমরা তাদের ফিরিয়ে আনার জন্য বন্দে ভারত মিশন চালু করেছিলাম। এখন অপারেশন গঙ্গার আওতায় আমরা ইউক্রেনে আটকে পড়া পড়ুয়াদের সরিয়ে নিচ্ছি এবং এখনও অবধি হাজার হাজার নাগরিককে ভারতে ফিরিয়ে এনেছি।'