হরি ঘোষ, দুর্গাপুরঃ উচ্চ মাধ্যমিকের পর পড়ুয়ারা কোন পথে এগোবে সঠিক দিশা দেখাতে দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাই স্কুলে পৌঁছে গেলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি অভিষেক গুপ্তা। শুক্রবার দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাই স্কুলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে। এই অনুষ্ঠানটির নাম দেওয়া হয় "মিট ফর আইকন"। এই অনুষ্ঠানের মধ্যে পড়ুয়াদের বিভিন্ন বার্তা পৌঁছে দেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিক। কোন পথে এগোলে পড়ুয়াদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে সেই সব বিষয় নিয়েও বিভিন্ন বার্তা দেওয়া হয়। পড়ুয়াদের কাছে জানতে চাওয়া হয় কি কি সমস্যা হচ্ছে এবং সেই সব প্রশ্নের উত্তর দেওয়া হয়। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক তথা দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডাঃ কলিমুল হক বলেন, "আগামী দিনে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা আসবেন এবং পড়ুয়াদের কোন পথে এগোনো যায় সেই বার্তা দেওয়া হবে।" স্কুলের এই উদ্যোগে খুশি পড়ুয়ারা। সাধুবাদ জানাচ্ছেন অভিভাবকরা।