নিজস্ব সংবাদদাতাঃ বিশ্বভারতী কাণ্ডে হাইকোর্টের নির্দেশের পর তৎপর পুলিশ। কবিগুরুর ক্যাম্পাসে কেন পুলিশ ডাকা হল, এই প্রশ্নও তোলেন বিক্ষোভরত পড়ুয়ারা। এদিকে, আজ সকাল থেকে বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসের সামনে একজন পুলিশ অফিসার-সহ ৯ জন পুলিশ কর্মীকে মোতায়েন করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন দুই মহিলা পুলিশ কর্মী। হাইকোর্টের নির্দেশ মেনে পুলিশ মোতায়েন, জানিয়েছেন বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী। কোভিড পরিস্থিতির পর বিশ্বভারতী খুললেও হোস্টেল খোলেনি৷ হোস্টেল খোলা-সহ তিনদফা দাবিতে ২৮ ফেব্রুয়ারি থেকে বিশ্বভারতীতে শুরু হয়েছে পড়ুয়াদের আন্দোলন।