মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পরই বড় পদক্ষেপ নিলেন বিধান উপাধ্যায়

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পরই বড় পদক্ষেপ নিলেন বিধান উপাধ্যায়

রাহুল পাসোয়ান, আসানসোলঃ মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই বড় পদক্ষেপ বিধান উপাধ্যায় ও দুই ডেপুটি মেয়রের। শুক্রবার আসানসোলের গাড়ুই নদী সংস্কারের জন্য পুরসভার আধিকারিকদের ও দুই ডেপুটি মেয়রকে সাথে নিয়ে পৌঁছে গেলেন মেয়র বিধান উপাধ্যায়। খতিয়ে দেখলেন পরিস্থিতি।
উল্লেখ্য, গত বছর বর্ষার সময় অতি বৃষ্টির জেরে ভেঙে পড়ে আসানসোল শহরের নিকাশি ব্যবস্থা। শহরের অনেক বাড়িতে জল ঢুকে প্রচুর জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়। সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। পুর নির্বাচনে সব রাজনৈতিক দলগুলো তাদের ইস্তাহারে গাড়ুই নদী সংস্কারের কথা তুলে ধরেন।
এবারে তৃণমূল কংগ্রেসের বোর্ড গঠনের পর সেই নদী সংস্কারের জন্য তৎপর হলেন মেয়র বিধান উপাধ্যায়। ক্রমশ সংকীর্ণ হয়ে যেতে বসেছে নদী। একথা স্বীকার করে বিধান বাবু বলেন, "আমরা আধিকারিকদের বলেছি নদীর জায়গা কতটা আছে দেখে নদী সংস্কারের জন্য যা ব্যবস্থা নেওয়ার সেটা নেওয়া হবে।" 
ডেপুটি মেয়র অভিজিত ঘটক বলেন, "যদি কোথাও নদীর সীমালঙ্ঘন হয়ে থাকে সেগুলো খতিয়ে দেখে সংস্কারের কাজ করা হবে।"