দিগবিজয় মাহালি, খড়গপুরঃ খড়গপুর পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ডে সদ্য জয়ী হয়ে এসেছেন বিজেপি বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায়। ভোটের ফল ঘোষনার পরের দিনই দুই বিজেপি কর্মী সমর্থককে মারধর করার অভিযোগ উঠল হিরণের অনুগামীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় হিরণের দলীয় কার্যালয়ে বিজেপি কর্মীরা নিজেদের মধ্যে আলোচনা করার সময় দুই বিজেপি কর্মী কার্যালয়ে উপস্থিত কর্মীদের বাইরে বেরিয়ে যাওয়ার হুমকি দেয় বলে অভিযোগ। এনিয়ে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। সেই সময় বিজেপির দুই নেতা চঞ্চল কর ও গণেশ দে হিরণ চ্যাটার্জীকে ঠেলে দেয়। এরপরেই হিরণের কর্মী-সমর্থকরা ওই দুই বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করে। বিজেপি নেতা চঞ্চল করের অভিযোগ, "আমরা সন্ধ্যার সময় পার্টি অফিসে যেতে আমাদেরকে বলা হয় পার্টি অফিস থেকে বেরিয়ে যাও এবং আমাদের উপরে চড়াও হয়, আমাকে মারধর করেছে। আমার সহকর্মী গণেশ কেউ মারধর করেছে। আমার মোবাইল কেড়ে নেওয় হয়।" চঞ্চল কর আরও জানায়, "হিরণ বলার পরেই আমার উপরে হামলা চালিয়েছে তার কর্মী সমর্থকরা।" যদিও হিরণময় চট্টোপাধ্যায়ের অভিযোগ, "চঞ্চল ও গণেশ নির্বাচনের আগে থেকে স্থানীয় কয়েক জনকে নিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। এলাকার মানুষকে হুমকি দিয়ে বলেছিল নির্বাচনে হিরণ চট্টোপাধ্যায়কে ভোট দিলে ফল ভালো হবে না। বৃহস্পতিবার পার্টি অফিসে ঢুকেই মহিলা কর্মীদের মারধর করে, এরপরই স্থানীয় ছেলেরা তার প্রতিরোধ করেছে। স্থানীয় পুলিশ প্রশাসনকে সমস্ত কিছু জানানো হয়েছে।" নির্বাচনের ফলাফলের পরেই খড়গপুর পার্টি অফিসে পা রেখেই ফের শিরোনামে বিধায়ক ও সদ্য পুরভোটে জয়ী হিরণ চট্টোপাধ্যায়।