নিজস্ব সংবাদদাতাঃ ডেঙ্গি প্রতিরোধে এবার বিশেষ সতর্কতা গ্রহণ রাজ্য সরকারের। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে পাওয়া তথ্য অনুসারে, ডেঙ্গি প্রতিরোধে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালানো হবে রাজ্য সরকারের তরফে। জুলাই থেকে নভেম্বর পর্যন্ত চলবে এই সমীক্ষা। ইতিমধ্যেই ১০ দফার কর্মসূচী নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। পুর এলাকায় ৬ সদস্যের র্যাপিড রেসপন্স টিম তৈরি করা হচ্ছে।