নিজস্ব সংবাদদাতাঃ অবশেষে ৮৪ ঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে মুক্তি পেলেন বিশ্বভারতীর রেজিস্ট্রার, জনসংযোগ আধিকারিক ও প্রাক্তন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার। তবে এখনও নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারী ছাত্রছাত্রীরা। সোমবার সকাল থেকেই বিশ্বভারতীতে সেন্ট্রাল অফিসে রেজিস্ট্রার আশিস আগরওয়াল, জনসংযোগ আধিকারিক অতীক ঘোষ ও প্রাক্তন ভারপ্রাপ্ত রেজিস্টার অশোক মাহাতোকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন ছাত্রছাত্রীরা। দীর্ঘ ৮৪ ঘন্টা ঘেরাও থাকার পর বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ মুক্তি পেলেন তাঁরা।