রাহুল পাসোয়ানঃ ইউক্রেনে ইভানো ফ্রাঙ্কিভ ন্যাশনাল ম্যাডিকেল ইউনিভার্সিটি তে এমবিবিএস তৃতীয় বর্ষের ছাত্র পিন্টু বৃহস্পতিবার রাঁচি হয়ে পুরুলিয়ার নিতুরিয়া থানার নিউকলোনীর বাড়িতে ফিরল। পিণ্টু বাড়ি ফেরার বর্ননা দিতে গিয়ে বলে, ইভানো থেকে বাসে সে প্রথমে রোমানিয়া বর্ডার পৌঁছায়। সেখান থেকে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়, সেখানে ১৬ ঘণ্টা তাকে অপেক্ষা করতে হয়। সেখান থেকে বিমানে পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় রাঁচি পৌঁছায় বৃহস্পতিবার দুপুর ১২ টা নাগাদ। তারপর নিতুরিয়া ব্লকের বিডিওর সহায়তায় গাড়িতে রাঁচি থেকে সন্ধ্যা ৭ টা নাগাদ নিতুরিয়ার বাড়িতে পৌঁছায় পিন্টু। বাড়ির পরিবারের লোকজন ফুলের মালা পরিয়ে ছেলেকে বরন করে নেয়। সালতোড় অঞ্চল তৃণমূল সভাপতি সঞ্জয় যাদব ও রাধেশ্যাম সাও ফুলের তোড়া দিয়ে পিন্টুকে বরন করে নেয়। এলাকায় খুশীর হাওয়া।