হেনস্থার মুখে মাধ্যমিক শিক্ষার্থীরা!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
হেনস্থার মুখে মাধ্যমিক শিক্ষার্থীরা!

নিজস্ব সংবাদদাতাঃ ৭ মার্চ থেকে মাধ্যমিক পরীক্ষা। কিন্তু ছাত্র-ছাত্রীরা স্কুলে অ্যাডমিট কার্ড নিতে গেলে তাদের স্কুল থেকে মধ্যশিক্ষা পর্ষদে পাঠানো হয় অ্যাডমিট কার্ডের জন্য। তাই তারা বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদে এসে অ্যাডমিট কার্ডের খোঁজ করেন। আর এই অ্যাডমিট কার্ড নিতে এসেই ধুন্ধুমার কাণ্ড বাধল সল্টলেকে মধ্যশিক্ষা পর্ষদের সদর দফতরে। মধ্যশিক্ষা পর্ষদের ভবনের নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে উঠল ঘোর অভিযোগ। মাধ্যমিকের পরীক্ষার্থী এবং তাঁদের অভিভাবকদের হেনস্থা করার অভিযোগ ওঠে নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে।  ছাত্র-ছাত্রীদের অ্যাডমিট কার্ড ছিঁড়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। নিরাপত্তা রক্ষীদের পাশাপাশি বিধাননগর পুলিশের বিরুদ্ধেও একই অভিযোগ করেছে মাধ্য়মিকের ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকরা। পুলিশের বিরুদ্ধে বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা অভিযোগ করে যে তাদের রেজিস্ট্রেশন কার্ড ছিঁড়ে দিয়েছে বিধাননগর পুলিশ। মাধ্যমিকের শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে এই বচসায় উত্তেজনা ছড়ায় সল্টলেকের মধ্যশিক্ষা পর্ষদের সদর দফতরের সামনে।