নিজস্ব সংবাদদাতাঃ তফসিলি জাতি ও উপজাতিদের বিরুদ্ধে বারবার বৈষম্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। এমনকী কখনও কখনও সমাজের তৈরি করা জাতপাতের পৈশাচিক রূপের কারণে তাদের মৃত্যুর মুখেও পড়তে হয়েছে। এবার তফসিলিদের ওপর থেকে সামাজিক অত্যাচার রোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায়বিচার এবং ক্ষমতায়ণ মন্ত্রকের তরফে তফসিলি জাতি ও তফসিলি উপজাতিদের জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। অনেকেই মনে করেন প্রগতিশীল সমাজের জাতপাতের ভিত্তিতে মানুষে মানুষে ভেদাভেদ একটি সামাজিক ব্যাধি। অনেক ক্ষেত্রেই শোনা যায়, নিচু জাতের হওয়ার কারণে তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মানুষদের ওপর বর্বর আক্রমণ হয়েছে। কেন্দ্রীয় সরকার তাই তাদের সমস্যা নিরসনে ‘১৪৫৬৬’ হেল্পলাইন নম্বর চালু করেছে। এই মর্মে কেন্দ্রীয় সরকারের তরফে বিজ্ঞাপনও প্রকাশিত হয়েছে।