৭ মার্চ পর্যন্ত ইডি হেফাজতে নবাব মালিক

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
৭ মার্চ পর্যন্ত ইডি হেফাজতে নবাব মালিক

নিজস্ব সংবাদদাতাঃ  আর্থিক প্রতারণা মামলায় গ্রেফতার হওয়া মহারাষ্ট্রের  মন্ত্রী নবাব মালিকের ইডি হেফাজতের মেয়াদ ৭ মার্চ পর্যন্ত বাড়াল আদালত। ইডি আধিকারিকদের দাবি, মুম্বইয়ের কুরলায় নবাব মালিকের আরও একটি বেআইনি সম্পত্তির হদিশ মিলেছে। আর্থিক প্রতারণা মামলায় কুখ্যাত অপরাধী দাউদ ইব্রাহিমের সঙ্গে যোগ থাকার অভিযোগে গত ২৩ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় এনসিপি নেতা ও মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিককে। তাঁকে নিজেদের হেফাজতে নেয় ইডি। আজ তাঁর ইডি হেফাজতের মেয়াদ শেষ হয়। সেই কারণেই তাঁকে আদালতে পেশ করা হয়। বিশেষ আদালতের বিচারপতি আর এন রোকাডের এজলাসে পেশ করা হয় নবাব মালিককে। বিচারপতি তাঁকে ৭ মার্চ পর্যন্ত ইডি হেফাজতে রাখার নির্দেশ দেন।