নিজস্ব সংবাদদাতাঃ যুদ্ধ শুরু হয়েছে রাশিয়া-ইউক্রেনের মধ্যে। লাগাতার বোমাবর্ষণ হচ্ছে ইউক্রেনের বিভিন্ন প্রদেশে। যমদূত হয়েই ইউক্রেনের অন্দরে প্রবেশ করেছে রুশ সেনা। তবে তারা কী সত্যিই যুদ্ধ করতে চায়? ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় ধরা পড়ল এমনই এক মানবিক চিত্র। সেখানে এক রুশ সেনা যুদ্ধ করতে গেলেও, ইউক্রেনীয়দের সামনা-সামনি হয়ে আর প্রতিরোধ করতে পারেননি, তাই আত্মসমর্পণ করেন। ভেবেছিলেন, আজই হয়তো তাঁর শেষ দিন। কিন্তু সেরকম কিছুই হল না। বরং প্রবল ঠাণ্ডায় শরীর গরম রাখতে চা ও খাবার দিলেন স্থানীয়রা। যে দেশে আক্রমণ করতে এসেছেন, তাদের আতিথেয়তায় আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়লেন। এমনকি পরিবারের সঙ্গেও ফোনে কথা বলিয়ে দিলেন। এই যুদ্ধ যে ইউক্রেন-রাশিয়ার সাধারণ মানুষের নয়, তারা যুদ্ধ চান না, সেই বার্তাই ফুটে উঠেছে এই ভিডিয়োয়।