এলাকাবাসীর সমস্যা দূর করতে উদ্বোধন হল একাধিক প্রকল্প

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
এলাকাবাসীর সমস্যা দূর করতে উদ্বোধন হল একাধিক প্রকল্প

হরি ঘোষ, দুর্গাপুর : দুর্গাপুর ফরিদপুর ব্লকের প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতে উদ্বোধন হল সৌরশক্তি চালিত বিদ্যুৎ পরিষেবা, অ্যাম্বুলেন্সের গ্যারেজ, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য কক্ষ, মহিলাদের সমস্যা সমাধানে কক্ষ এবং এলাকাবাসীর সমস্যা সমাধানে শ্মশান। বৃহস্পতিবার দুপুরে এই প্রকল্পগুলির উদ্বোধন করেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। পাশাপাশি উপস্থিত ছিলেন বিডিও লাউদোহা দেবজিৎ দত্ত, পঞ্চায়েতের প্রধান রাজেন কিস্কু, উপপ্রধান সঞ্জয় মুখার্জী সহ অন্যান্য আধিকারিকরা। পঞ্চায়েতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে বিভিন্ন সমস্যা দেখা দিত পঞ্চায়েতে কাজের ক্ষেত্রে। ৭ লক্ষ টাকা ব্যয় করে সৌরশক্তি চালিত পরিষেবা শুরু হওয়ায় কোন সমস্যা হবে না বলেও আশাবাদী পঞ্চায়েত কর্তপক্ষ। পঞ্চায়েতে মাতৃযান রাখার জন্য এক লক্ষ টাকা ব্যয় করে গ্যারেজের উদ্বোধন হয়। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি শ্মশানের। সেই সমস্যার কথা মাথায় রেখে ১৫ লক্ষ টাকা ব্যয় করে কংক্রিটের শ্মশান নির্মাণ করা হয়েছে। এই শ্মশান তৈরি হওয়ায় এলাকাবাসীর সমস্যা সমাধান হবে বলে আশাবাদী পঞ্চায়েত। এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য পঞ্চায়েতে এক লক্ষ টাকা খরচ করে একটি কক্ষ করা হয়। এই কক্ষে থাকবে বিভিন্ন হাতের তৈরি জিনিসের সম্ভার। পঞ্চায়েতের কর্মীদের সমস্যা সমাধানে এক লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হয় ক্যান্টিন। পঞ্চায়েতে আসা মহিলাদের যাতে কোনো সমস্যা না হয় এবং বাচ্চাদের দুগ্ধ পান করানোর জন্য এক লক্ষ টাকা ব্যয় করে একটি কক্ষ তৈরি করা হয়। এই প্রকল্প গুলির উদ্বোধন হওয়ায় খুশি এলাকাবাসীরা।