নিজস্ব সংবাদদাতাঃ আবারও বঙ্গোপসাগরে ঘনীভূত হল নিম্নচাপ। মূলত দক্ষিণ-পূর্ব দিকেই এই নিম্নচাপ তৈরি হয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন। বৃহস্পতিবার সকাল থেকেই নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করেছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, প্রবল বেগে হাওয়া বইছে তামিলনাড়ুর উপকূলে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেই নিম্নচাপ পরিণত হবে গভীর নিম্নচাপে। মৌসম ভবনের তরফে সতর্ক করে বলা হয়েছে, প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইবে তামিলনাড়ু ও অন্ধ্র প্রদেশের উপকূলে।