পার্টি অফিস দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
পার্টি অফিস দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে

নিজস্ব সংবাদদাতাঃ  বুধবার রাজ্যের বাকি পুরসভাগুলোর মতই বেরিয়েছে কামারহাটির রেজাল্ট। সবুজ ঝড়ে রীতিমত কুপোকাত বিরোধীরা। গতকাল ফলাফল বেরনোর কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন এলাকায় সবুজ আবির নিয়ে খেলতে দেখা যায় শাসকদলের নেতা-কর্মীদের। কিন্তু এর মধ্যেও বিক্ষিপ্ত অশান্তির খবর উঠে এল তৃণমূলের অন্দর থেকে। কামারহাটি পুরসভার ৩২ নম্বর ওয়ার্ড। সেখানে পার্টি অফিস দখল করাকে গোষ্ঠী কোন্দল পৌঁছাল চরমে। সূত্রের খবর, এই বছর প্রাক্তন কাউন্সিলর অজিতা ঘোষ তিনি পুরসভার ৩৪ নং ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন। অন্যদিকে, ৩২ নম্বর ওয়ার্ড থেকে দাঁড়িয়ে তৃণমূলের টিকিটে জিতেছেন কানু দাস। অভিযোগ, ৩২ নং ওয়ার্ড থেকে ৩৪ নং ওয়ার্ডের প্রার্থী হওয়ার পর ওই এলাকার পার্টি অফিসে তালা বন্ধ করে দেন অজিতা। অন্তত এমনটাই অভিযোগ কানু দাসের অনুগামীদের। এবার পার্টি অফিস বন্ধ থাকায় নিজেদের কাজকর্ম রাস্তায় বসেই করেন তৃণমূল কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে কানু দাসের অনুগামীরা ব্যাপক বিক্ষোভ দেখায় পার্টি অফিসের সামনে।