খবর সম্প্রচারের পরও একই ছবি দামাগরিয়া রেল সাইডিংয়ে

author-image
New Update
খবর সম্প্রচারের পরও একই ছবি দামাগরিয়া রেল সাইডিংয়ে

রাহুল পাসোয়ান, আসানসোল: খবর সম্প্রচারের পরও একই ছবি আসানসোলের কুলটি থানার বিসিসিএলের দামাগরিয়া রেল সাইডিংয়ে। এমপিএল নামক থার্মল পাওয়ার প্লান্টের জন্য এখান থেকে ডাম্পারে করে কয়লা করে পরিবহন ঠিকাদার সংস্থা। এই সংস্থার বিরুদ্ধে অভিযোগ যে নিয়মিতভাবে বাইপাসে রাস্তার ধারে ডাম্পার পার্কিং সারি দিয়ে। একই সাথে দামাগরিয়া কানেকটিং রাস্তার উপর চলছে ডাম্পার লোডিং। রাস্তার উপর কাদা ধুলো ডাস্ট উড়ছে। যার ফলে পথচারিদের অসুবিধা হচ্ছে। একই সাথে ডাম্পারগুলোকে রংরুট দিয়ে ঘোরানো হচ্ছে। এই খবর সম্প্রচার হয় গত রবিবার। আর তারপর এই সব দিন দুয়েক বন্ধ রাখার পর আবারো একই ছবি দেখা গেলো। কানেকটিং রাস্তার উপর চলছে ডাম্পারে কয়লা লোডিং, একই সাথে  জাতীয় সড়কের উপর ডাম্পার লম্বা লাইন দিয়ে পার্কিং করা হচ্ছে। কুলটি ট্রাফিকগার্ড থেকে সংস্থাকে বেশ কিছু বিষয়ে নিয়ে নোটিশ দেওয়া হয়। কিন্তু কোনো ভ্রূক্ষেপ করেনি তারা। প্ৰশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কাজ করে যাচ্ছে। আর তাই আজ কুলটি ট্রাফিক গার্ড আধিকারিক নিজে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা ডাম্পারগুলোকে ধরে নিয়ে ডুবুদ্ধি নাকা পয়েন্টে ডাম্পারগুলোর কাগজ পত্র দেখে  কেস দেওয়া হয় বলে কুলটি ট্রাফিক গার্ড সূত্রে খবর।











আরও খবরঃ https://anmnews.in/Home/GetNewsDetails?p=7405   /  https://www.anmnews.in/Home/GetNewsDetails?p=7397

For more details visit www.anmnews.in

Follow us at https://www.facebook.com/newsanm