‘পুতিনকে কি আমি যুদ্ধ থামাতে বলব?’ প্রশ্ন দেশের প্রধান বিচারপতির

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
‘পুতিনকে কি আমি যুদ্ধ থামাতে বলব?’ প্রশ্ন দেশের প্রধান বিচারপতির

নিজস্ব সংবাদদাতাঃ রুশ হামলায় তছনছ হয়ে যাওয়া ইউক্রেনে আটকে ভারতীয় পড়ুয়ারা। তাঁদের দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের হয়েছে। বৃহস্পতিবার সেই আরজির শুনানি চলাকালীন দেশের প্রধান বিচারপতি এন ভি রামানা নেটিজেনদের উদ্দেশ্যে পাল্টা প্রশ্ন দিয়ে বলেন, “আমি কি পুতিনকে যুদ্ধ থামাতে বলব?” বিচারপতি এন ভি রামানা আরও বলেন, “ইউক্রেনে আটকে থাকা পড়ুয়াদের প্রতি সমবেদনা রয়েছে। কিন্তু আমরা কী করব? কেন্দ্রও তাঁদের ফিরিয়ে আনতে যথাসাধ্য চেষ্টা করছে।” পিটিশন দায়েরকারীর আইনজীবী এদিন আদালতে জানিয়েছেন, পোলান্ড এবং হাঙ্গেরি থেকে উদ্ধারকারী বিমান চলাচল করছে। রোমানিয়া থেকে বিমান চালানো হচ্ছে না। অথচ রোমানিয়া সীমান্তে বহু ভারতীয় পড়ুয়া আটকে রয়েছেন। তাঁদের মধ্যে মহিলারাও রয়েছেন। অথচ সেখানে কোনওরকম সুযোগ সুবিধা নেই। এই তথ্য জানার পরই শীর্ষ আদালত আটক পড়ুয়াদের দ্রুত সাহায্যের নির্দেশ দিয়েছে কেন্দ্রকে।