পুরভোটের ফল প্রকাশের পরের দিনই রাজভবনে মুখ্যসচিব!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
পুরভোটের ফল প্রকাশের পরের দিনই রাজভবনে মুখ্যসচিব!

নিজস্ব সংবাদদাতাঃ বুধবার রাজ্যের ১০৮ পুরসভার ভোটের ফল প্রকাশ হয়ে গিয়েছে। আর তার পরের দিনই বাজেট অধিবেশন নিয়ে বিভ্রান্তি কাটল। অধিবেশনের বিজ্ঞপ্তি প্রকাশ করলেন রাজ্যপাল। বৃহস্পতিবার সকালে রাজভবনে যান মুখ্যসচিব। বাজেট অধিবেশন নিয়েই আলোচনা হওয়ার কথা ছিল এদিন। আলোচনার পর সব বিভ্রাটের সমাধান হয়েছে ও অধিবেশনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। মন্ত্রিসভার সিদ্ধান্ত মেনে নিয়ে আগামী ৭ মার্চ দুপুর ২ টোয় অধিবেশন ডাকলেন রাজ্যপাল। সংবিধান অনুসারে, রাজ্যপালের অনুমতি ছাড়া বাজেট অধিবেশন ডাকা যায় না। রাজ্যপালই অধিবেশন ডাকেন, এটাই নিয়ম। কিন্তু, রাজ্যের বিধানসভায় বাজেট অধিবেশন নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। প্রথমে রাজ্যের ভুল ধরিয়ে দেন রাজ্যপাল জগদীপ ধনখড়, পরে ভুল শুধরে নেওয়া হলেও বিজ্ঞপ্তি জারি হয়নি এতদিন। বৃহস্পতিবার ফের এই নিয়ে রাজ্যপালের সঙ্গে কথা হয় মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর।