নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতির মাঝেই বৈঠকে বসছে কোয়াড সদস্যদেশগুলি। আজ, বৃহস্পতিবারই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা-এর সঙ্গে বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, এদিনের বৈঠকে রাশিয়া-ইউক্রেন পরিস্থিতি নয়, বরং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নের লক্ষ্যেই আলোচনা করা হবে।