নিজস্ব সংবাদদাতা : তিন দিন পরেও উত্তাল বিশ্বভারতী। তিন দফা দাবিতে চলছে ছাত্রদের বিক্ষোভ। নিজের দফতরেই রয়েছেন রেজিস্ট্রার আশিস আগরওয়াল ও ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ। গতকাল রাতে অসুস্থ হয়ে পড়েন রেজিস্ট্রার। চিকিৎসকরা এসে পরীক্ষা করেন। সকাল থেকে রেজিস্ট্রারের অফিসের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা। ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষের দাবি, তাঁদের আটকে রাখা হয়েছে। কর্তৃপক্ষ নাটক করছে, পাল্টা দাবি পড়ুয়াদের।