নিজস্ব প্রতিনিধি -স্টিভেন স্পিলবার্গ প্রযোজিত সিরিজে অ্যাডমিরাল মার্গারেট প্যারাগনস্কির ভূমিকায় দেখা যাবে প্রবীণ অভিনেত্রী শাবানা আজমিকে। তার লুক শেয়ার করার সময় টুইটারে শাবানা আজমি এক পোস্ট শেয়ার করে, এবং পোস্টটির ক্যাপশনে লেখেন, "৩৪ বছর আগে পশ্চিমে কাজ শুরু করার পর থেকে আমার এই প্রথম বর্ণান্ধ কাস্টিং৷এশিয়ান অভিনেতাদের জন্য এটি সংগ্রাম ছিল।"