'পিএস-১' এ ঐশ্বর্যর প্রথম লুক দেখুন

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
'পিএস-১' এ ঐশ্বর্যর প্রথম লুক দেখুন

নিজস্ব প্রতিনিধি -পরিচালক মণি রত্নমের বহুল প্রতীক্ষিত ঐতিহাসিক এক্সট্রাভ্যাগাঞ্জা 'পোনিয়িন সেলভান'-এর প্রথম অংশটি এই বছরের ৩০শে সেপ্টেম্বর পর্দায় হিট করতে প্রস্তুত।বুধবার এর নির্মাতা লাইকা প্রোডাকশন একথা ঘোষণা করেছে।চলচ্চিত্রটি বিশিষ্ট লেখক কল্কির ক্লাসিক তামিল উপন্যাস 'পোনিয়িন সেলভান' অবলম্বনে নির্মিত।ছবিতে দেখা যাবে ঐশ্বর্য রাই বচ্চনকে। ইতিমধ্যেই তার পোস্টার এর প্রথম লুক আউট হয়েছে।