পূর্ব মেদিনীপুরের তিনটি পুরসভা তৃণমূলের দখলে

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
পূর্ব মেদিনীপুরের তিনটি পুরসভা তৃণমূলের দখলে

নিউজ ডেস্কঃপূর্ব মেদিনীপুরঃ-কাঁথি পৌরসভা ফলাফল -বিজেপি ৩ ,নির্দল ১,তৃণমূল ১৭। দীর্ঘ প্রচার লড়াইয়ের পর ২৭ শে ফেব্রুয়ারি কাঁথি এগরা ও তমলুক পৌরসভার নির্বাচন হয়েছিল।তবে বিশেষ ভাবে কাঁথি পৌরসভা নির্বাচনে ব্যাপক হারে হিংসা,ভোট লুঠ ও ছাপ্পার অভিযোগ রয়েছে,যা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উচ্চ আদালতে নালিশ করেন। তবে আদালতের রায়ের আগে ২রা মার্চ বুধবার কাঁথি পৌরসভার নির্বাচনী ফলাফলে জয়জয়কার তৃণমূলের। শুধু কাঁথি নয়, পূর্ব মেদিনীপুরে মোট তিনটি পুরসভার ভোট হয়েছিল কাঁথি,এগরা ও তমলুক।ভোটের দিন কাঁথি পৌরসভার একাধিক ওয়ার্ডে ভোট লুঠ হয়েছে বলে দাবি করে বিজেপি। এমনকি বিজেপির পোলিং এজেন্টদের মারধর করে বুথ থেকে বের করে দেওয়া, বিজেপি প্রার্থীদের মারধর সহ বহিরাগতদের নিয়ে এসে বুথে বুথে ছাপ্পা দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে , যদিও এমন অভিযোগ নস্যাৎ করে দেওয়া হয়েছে তৃণমূলের তরফে থেকে। মন্ত্রী অখিল গিরি বলেন ছাপ্পা যদি হয়ে থাকে তবে তিনটি ওয়ার্ড বিজেপি জিতল কি করে। কোথাও কোনো ছাপ্পা হয়নি, মানুষের স্বতঃস্ফূর্ত ভোটে জয়লাভ করেছে তৃণমূলের প্রার্থীরা। অন্যদিকে এগরা পৌরসভার ১৪টি আসনের মধ্যে ৫টি আসন বিজেপি কেড়ে নিয়েছে। যার ফলে চিন্তার ভাঁজ শাসকদলের কপালে।এগরা পৌরসভার ১৪টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল ৭ বিজেপি ৫, কংগ্রেস ১ নির্দল ১ টি করে ওয়ার্ড নিজেদের দখলে রেখেছে। তার পাশাপাশি তমলুক পৌরসভাও তৃণমূল নিজেদের দখলে রাখে। পূর্ব মেদিনীপুরের তিনটি পুরসভা তৃণমূলের দখলে যা নিয়ে তৃণমূলের পায়া ভারী হল পূর্ব মেদিনীপুরের পৌরসভা নির্বাচনে।