হরি ঘোষ- অবশেষে দীর্ঘ পথ অতিক্রম করে সোমবার ইউক্রেন থেকে একে একে বাড়ি ফিরলেন পানাগড় বাজারের বাসিন্দা ডাক্তারি পড়ুয়া জ্যোতি সিং, অন্ডালের উখরা সুভাষপাড়ার বাসিন্দা পর্ণশ্রী দাস, দুর্গাপুর স্টিল টাউনশিপের বাসিন্দা নেহা খান, নঈমনগরের বাসিন্দা জিনত আলম। পানাগড়ে বাড়ি ফিরেই জ্যোতি সিং সংবাদমাধ্যমকে জানালেন, ইউক্রেনের ভয়াবহ পরিস্থিতি এবং ইউক্রেন থেকে কীভাবে তারা বাড়ি ফিরলেন সেই অভিজ্ঞতার কথা।সাথে তারা জানালেন ভারতীয়দের উপরে অত্যাচার করছে ইউক্রেনের পুলিশ। একইভাবে নিজের অভিজ্ঞতার কথা জানান উখরার পর্ণশ্রী দাসও ৷ জ্যোতি সিং জানিয়েছেন, তার মত অনেক ভারতীয় পড়ুয়া সেখানে এখনও আটকে রয়েছেন।যদি যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেয় তবে, তাদের সেখান থেকে বের করা কঠিন হয়ে পড়বে৷ ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন ঘরে ফেরা পড়ুয়ারা, ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন জ্যোতি। তিনি বলেন, ‘‘ইউক্রেনে থাকার সময় সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল খাবার ও পানীয় জল ৷ এখনো ইউক্রেনের অন্যান্য শহরে যেখানে ছাত্রছাত্রীরা আটকে রয়েছেন ৷ সেখানে রাতে তাপমাত্রা মাইনাসে চলে যাচ্ছে ৷ ওই শীতের মধ্যেই বেসমেন্টে থাকতে হচ্ছে সবাইকে ৷ খাবার ও পানীয় জলের সমস্যা রয়েছে সেখানে ৷ কারণ ইউক্রেন সরকার কোনভাবেই তাদের কোনও বিষয়ে সহযোগিতা করছিল না ৷’’ উল্টে ইউক্রেনের পুলিশ ভারতীয়দের মারধর করছে বলে জানান তারা, এবং বলেন অনেকের হাত ভেঙে দিয়েছে সেখানকার পুলিশ ৷