রাহুল পাসোয়ান, সালানপুরঃ সালানপুরে একই দিনে দুই পৃথক ঘটনা ঘুম কেড়েছে সালানপুর বাসীর। একদিকে মোটর সাইকেল আরোহীকে আক্রমনের চেষ্টা অন্যদিকে বিখ্যাত এক ফিজিওথেরাপিস্টের ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার। মঙ্গলবার রাতে এই দুটি ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো সালানপুর থানা এলাকায়।পুলিশ দুটি ঘটনার মধ্যে যোগসূত্র খোঁজ করছে। মৃত ফিজিওথেরাপিস্টের নাম সৌমেন পাল। তিনি রূপনারায়ানপুর আমডাঙা অনামিকা পাড়ার বাসিন্দা। তিনি আসানসোলের একটি বেসরকারি নার্সিংহোমে ফিজিওথেরাপিস্ট ছিলেন। মঙ্গলবার রাতে নিজের স্ত্রী অর্চনা পালের সঙ্গে কথা হয় তার ফোনের মাধ্যমে এবং নার্সিং হোমের কাজ সেরে তিনি বেরিয়েছিলেন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তারপর থেকে আর কোনও যোগাযোগ পাওয়া যায়নি। আজ বুধবার সকালে মাধাইচক অঞ্চলের জঙ্গল থেকে এক মৃতদেহ উদ্ধার হয় বলে জানা যায় ও পরবর্তীকালে সৌমেন পালের পরিবারের সদস্যরা গিয়ে মৃতদেহটি শনাক্ত করেন। কি কারণে এই ঘটনা তা ঘিরে রহস্য দেখা দিয়েছে। সৌমেন বাবুর কোনও শত্রু ছিল না বলে প্রতিবেশীদের দাবি। অন্যদিকে আবার মনে করা হচ্ছে খুন করা হয়েছে সৌমেন পালকে। পাশাপাশি ওই একই রাস্তাতে অন্য আরেকটি ঘটনা ঘটে। অমিত দাস নামে এক ব্যক্তি কাজ সেরে মোটর সাইকেলে করে নিজের বাড়ি ফিরছিলেন। সেই সময় তিনজন দুষ্কৃতী মুখে গামছা বেঁধে ভোজালি দিয়ে আক্রমণ করতে যায়। কিন্তু তিনি মোটর সাইকেলের স্পিড বাড়িয়ে সেখান থেকে চলে যেতে সক্ষম হন। পুলিশের অনুমান যে স্থানে ঘটনাটি ঘটেছে তার থেকে ঠিক কিছু দূরে উদ্ধার হয় ওই ফিজিওথেরাপিস্টের দেহ। অনুমান করা হচ্ছে দুষ্কৃতীরা ছিনতাইয়ের উদ্দেশ্যে সৌমেন বাবুকে আক্রমণ করেছিলেন। একই ভাবে ঘটে যাওয়া দুটি ঘটনার তদন্তে নেমেছে সালানপুর থানার পুলিশ। সালানপুর এলাকায় প্রায় দিনই এমন ঘটনা ঘটছে। মানুষ আতঙ্কে রয়েছে। ঘটনাস্থল থেকে সালানপুর থানার আধিকারিক পবিত্র গাঙ্গুলী, এ -সি-পি কুলটি সুকান্ত ব্যানার্জী ও ডি-সি -পি (ওয়েস্ট)অভিষেক মোদী নমুনা সংগ্রহ করেন। এদিন ডি -সি-পি (ওয়েস্ট )অভিষেক মোদী বলেন ঘটনার তদন্ত চলছে।
ফিজিওথেরাপিস্টের ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার সালানপুরে, এলাকায় চাঞ্চল্য
New Update