নিজস্ব প্রতিনিধি -এতদিন ছোট পর্দায় বিভিন্ন ধারাবাহিকে দেখা গেছে অভিনেত্রীকে। ইতিমধ্যেই রুবিনা দিলাইকের বলিউডে অভিষেক হতে চলেছ। ছবিতে তার ফার্স্ট লুক অবশেষে বেরিয়েগেছে, পোস্টারে দেখা যাচ্ছে অভিনেত্রী রুবিনা মধু নামের চরিত্রে অভিনয় করবেন।এবং যে পোস্টার শেয়ার করা হয়েছে সেখনে তাকে একটি শাড়ি পরতে দেখা যায়। সঙ্গীত পরিচালক পলাশ মুছালের পরিচালনায় সিনেমাটি তৈরি হবে।