হরি ঘোষ, কাঁকসাঃ কাঁকসার মলানদীঘি পঞ্চায়েতের অধীনস্থ রক্ষিতপুর এলাকার কুনুর নদী থেকে অবাধে লুঠ হচ্ছে বালি। স্থানীয়দের অভিযোগ মঙ্গলবার সকাল থেকে ট্রাক্টরে করে লুঠ হচ্ছে বালি। চাষের জমির উপর দিয়ে এই ট্রাক্টরগুলো যাওয়ায় ক্ষতি হচ্ছে চাষের জমি। কয়েক মাস আগে ওভারলোড ট্রাকের দাপট কমাতে এবং বালি চুরি রুখতে স্যান্ড মাইন্স গঠন করেছে রাজ্য প্রশাসন। তারপরেও একাধিক জায়গায় চলছে সরকারি সম্পত্তি লুট। গত কিছুদিন থেকে স্থানীয় দুস্কৃতীরা প্রশাসনের চোখে ধুলো দিয়ে এই চক্র চালাচ্ছে বলে অভিযোগ। বালি তোলার জেরে কুনুর নদীর পাড় ভাঙছে পাশাপাশি গর্তে পরিণত হচ্ছে। ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন কাঁকসা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ প্রবোধ মুখার্জী। তিনি বলেন পুলিশের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।