আইএসও শংসাপত্র পেল পশ্চিম মেদিনীপুর জেলার দুটি থানা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
আইএসও শংসাপত্র পেল পশ্চিম মেদিনীপুর জেলার দুটি থানা

দ্বিগবিজয় মাহালীঃ ভালো কাজে শংসাপত্র পেল পশ্চিম মেদিনীপুরের দুটি থানা। শুধু ভালো কাজ নয়, এলাকার পরিবেশও খতিয়ে দেখে আইএসও শংসাপত্র মিলল। ওই দুটি থানাকে সম্মানপত্র তুলে দিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার দীনেশ কুমার। কেশিয়াড়ী ও গড়বেতা এই দুটি থানা এই শংসাপত্র পেয়েছে। মঙ্গলবার মেদিনীপুর পুলিশ লাইনে এই দুই থানার আধিকারিকের হাতে সম্মানপত্র তুলে দেন। পুলিশ সুপার দীনেশ কুমার বলেন, এটা অত্যন্ত খুশির খবর আমাদের কাছে। জেলার দুটি থানা ইন্টারন্যাশলান অর্গানাইজেশন অফ স্ট্যান্ডার্ড (আইএসও) এর শংসাপত্র পেয়েছে ৷ থানার কাজের স্ট্যান্ডার্ড স্তর রাখতে যা প্রয়োজন তার পরিবেশ তৈরী রেখেছে। তা খতিয়ে দেখে সংস্থা একশো শতাংশ নিশ্চিত হয়ে এই সংশাপত্র দিয়েছে। মানুষের সাথে সম্পর্ক, পরিবেশ, পুলিশ অফিসারদের কাজ কর্ম দেখে এই সম্মান। সেই সাথে পুলিশ অফিসও সম্মানিত হয়েছে বিভিন্ন দিক থেকে।