দ্বিগবিজয় মাহালীঃ রাত পোহালেই ভোট গণনা। ভোট গণনা ও নির্বাচন পরবর্তী পরিস্থিতি সামাল দিতে কড়া পদক্ষেপ নিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। মঙ্গলবার মেদিনীপুর শহরের পুলিশ লাইন হেডকোয়ার্টারে জেলার বিভিন্ন থানার আধিকারিকরা উপস্থিত ছিলেন। ভোটের গণনা সহ নির্বাচন পরবর্তী পরিস্থিতি সামাল দিতে বৈঠক করেন পুলিশ কর্তারা। পুলিশ সুপার বলেন, "রাজনৈতিক দলগুলির সাথে কথা হয়েছে। সমস্ত দিক বলা হয়েছে নিয়মের। ভোটের দিনের মতো গণণাতেও কড়া নজরদারি থাকবে। সিনিয়ার অফিসারদের নিয়োগ করা হয়েছে। খড়্গপুরে বেশি আধিকারিকদের রাখা হচ্ছে। মেদিনীপুরেও থাকছে বিভিন্ন অফিসাররা। ঘাটালেও থাকছে পুলিশ বাহিনী। সেই সাথে নির্বাচন পরবর্তী পরিস্থিতি সামাল দিতে সব স্থানেই আগে থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে। কোনোরকম হিংসা যাতে না ঘটে তার জন্য শুধু পুরসভা এলাকা নয়, পঞ্চায়েত এলাকাতেও পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।"