পুরভোটের গণনায় ব্যাপক কারচুপি হবে, বললেন অধীর রঞ্জন চৌধুরী

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
পুরভোটের গণনায় ব্যাপক কারচুপি হবে, বললেন অধীর রঞ্জন চৌধুরী

মানালি পাত্র দত্ত, বহরমপুর : মানালি পাত্র দত্ত, বহরমপুর : রাজ্যে পুরভোটের গণনাতেও ব্যাপক কারচুপি হবে বলে বিস্ফোরক অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর চৌধুরী। আজ বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি বহরমপুর অশান্ত হয়ে উঠবে বলে দাবি করেন। এবিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রশাসনের একাংশের প্রতি তার ক্ষোভ উগরে দেন। বলেন, ''আগামীকাল পৌর ভোটের ফলাফল গণনার দিন। গত ২৭ ফেব্রুয়ারি পৌর নির্বাচনে কিভাবে সন্ত্রাস, ছাপ্পা ভোট, প্রার্থীদের ভয় দেখানো থেকে মারধোর করা, যাতে বহরমপুর পৌরসভায় কংগ্রেস কোনোভাবেই না আসতে পারে সে ব্যবস্থা তারা ভোটের দিন পুলিশের মদতেই সৃষ্টি করেছিল। প্রশাসনের দায়িত্বে থাকা যিনি নির্বাচন পরিচালনা করেন তিনি যদি পার্টির দালালি করেন তাহলে সেটা নির্বাচন হয় না সেটা প্রহসনে পরিণত হয়। যার ফল আপনারা কিছু বৈদ্যুতিন মিডিয়াতে দেখেছেন। আগামীকাল গণনার দিন যিনি নেতৃত্বে আছেন তিনি গণনাতেও যে কারচুপি করবেন না সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে।'' তিনি আরো বলেন, ''আমি নির্বাচনী কমিশনারের কাছে জানতে চেয়েছিলাম যে স্ট্রং রুমের বাইরে আমরা দাঁড়াতে পারি কিনা তিনি বলেছিলেন যে স্ট্রং রুমের বাইরে দাঁড়াতে কোন অসুবিধা নাই কিন্তু বহরমপুর এসডিও তিনি বলছেন যে না স্ট্রং রুমের বাইরে কাউকে দাঁড়াতে দেয়া যাবে না। স্ট্রং রুমের পুলিশি একমাত্র থাকবে। আমার প্রশ্ন যে পুলিশের সামনে ভোট লুঠ হল, প্রার্থীদের মারধর করা হল সেই পুলিশ স্ট্রং রুমের থাকবে তা কতটা সঠিক সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে।''