নিজস্ব সংবাদদাতাঃ ট্রেন এবং লকডাউন নিয়ে ফের সরকারকে বিঁধল বিজেপি। রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে টুইট করেন সাংসদ স্বপন দাশগুপ্ত। বাংলায় চলা লকডাউনকে খামখেয়ালি আখ্যা দিয়েছেন স্বপন দাশগুপ্ত। গত ৬ মে থেকে নির্বাচনের ফল ঘোষণার পড়েই করোনা রুখতে কার্যত লকডাউন লাগু করা হয়। তখন থেকে বন্ধ রেল পরিষেবা। আজ থেকে বাস ৫০ শতাংশ যাত্রী নিয়ে চললেও হাতে গোনা। বাদ রয়েছে ট্রেন ও মেট্রো চলাচল। আর এই বিষয় নিয়েই লকডাউনকে খামখেয়ালি বলে কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ। টুইটে তিনি লেখেন, '১৫ দিনে রাজ্যে লকডাউন পরিস্থিতিতে অনেক ছাড় মিলেছে। অফিস, থেকে রেস্তরাঁ, জিম, সেলুন ও পার্লার চালু হয়েছে। লোকাল বাসও চালু হয়েছে। কিন্তু ট্রেন চালু না হওয়ায় সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। যে অল্পসংখ্যক গণপরিবহণ চালু রয়েছে তাতে খুবই ভিড় হচ্ছে, এতে করোনা ছড়াতে পারে। বাংলার সাধারণ মানুষের সুবিধা করে দিতে রেলমন্ত্রী হিসেবে এবং ব্যক্তিগত ভাবে আপনি আশা করি উদ্যোগী হবেন। আমি বিশ্বাস করি, বাংলার মানুষ আপনার পদক্ষেপের আশায় রয়েছেন।'
আরও খবরঃ https://anmnews.in/Home/GetNewsDetails?p=7515 / https://www.anmnews.in/Home/GetNewsDetails?p=7508
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm