যুদ্ধক্ষেত্রে আটকে আলিপুরদুয়ারের তন্নিষ্ঠা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
যুদ্ধক্ষেত্রে আটকে আলিপুরদুয়ারের তন্নিষ্ঠা

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার : রাশিয়া - ইউক্রেন যুদ্ধে আটকে আলিপুরদুয়ারের মেডিক্যাল পাঠরত ছাত্রী তন্নিষ্ঠা রায়। চিন্তার ভাঁজ পড়েছে বাবা-মা থেকে এলাকার বাসিন্দাদের কপালে। ইতিমধ্যেই আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলার কাছে বিষয়টি উত্থাপন করেছেন। সূত্রের পাওয়া খবর অনুযায়ী, আলিপুরদুয়ারের চাপড়ের পাড় গ্রাম পঞ্চায়েত বাসিন্দা তন্নিষ্ঠা। ইউক্রেনে মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষে পাঠরত।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে ফোনে কথা হয়েছে তন্নিষ্ঠার সঙ্গে। রীতিমতো ভারতীয় দূতাবাস থেকে নির্দেশ দেওয়া হয়েছে নির্দিষ্ট এক মেট্রো ধরে পোল্যান্ড, হাঙ্গেরি হয়ে ভারতে ফিরতে পারবে ছাত্র-ছাত্রীরা। যুদ্ধের খবর পাওয়া মাত্রই পিতা অশোক রায় এবং মা তনুশ্রী রায় মানসিক ভাবে ভেঙে পড়েছেন। খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব পরিবারকে আশ্বস্ত করেছে। স্বাভাবিকভাবেই এই ছাত্রীকে নিয়ে যথেষ্টই উদ্বিগ্ন প্রশাসন থেকে শুরু করে পরিবারের সদস্যরা। আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন " এই খবর পাওয়া মাত্রই আমরা কেন্দ্রীয় ভারপ্রাপ্ত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলার সাথে কথা বলা হয়েছ। দ্রুত এই ছাত্রীকে উদ্ধার করে নিয়ে আসা হবে।''