নিজস্ব সংবাদদাতাঃ ফারহান আখতারের বিয়ে করেছেন দীর্ঘদিনের প্রেমিকা শিবানী দান্দেকরকে। বিয়ের নানা ছবি সোশ্যাল মিডিয়াতেই রয়েছে ছড়িয়ে। এই বিয়েতে কিন্তু মন ভেঙেছে একজনের। তিনি বাংলারই অভিনেত্রী শ্রীলেখা মিত্র। একটি মাত্র পোস্ট করেছেন তিনি। একটি মাত্র লাইন তুলে ধরেছেন, “কেন ফারহান আখতার আবার বিয়ে করল…”। সেই সঙ্গে শেয়ার করেছেন একাধিক কান্নার স্মাইলি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই পোস্ট।। অভিনেত্রীর এই পোস্টের মাধ্যমে বোঝা যায় ফারহানের বিয়েতে তাঁর লক্ষ্য লক্ষ্য ফ্যানদের সঙ্গে মন ভেঙ্গেছে এই বঙ্গ তনয়ারও।