নিজস্ব সংবাদদাতা : পুরভোট নিয়ে উদয়ন গুহর সঙ্গে দ্বৈরথে জড়ালেন রবীন্দ্রনাথ ঘোষ। এদের মধ্যে একজন কোচবিহার তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও চেয়ারম্যান। অপরজন ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূলেরই প্রার্থী। কিন্তু বীন্দ্রনাথের প্রশংসা করতে গিয়ে পরোক্ষে তাঁর সমালোচনা করলেন উদয়ন। বিজেপির ছাপ্পা ভোটের অভিযোগের পাল্টা উদয়ন গুহ বলেন, ''৮ নম্বর ওয়ার্ডে দল যাকে প্রার্থী করেছেন সেখানে ছাপ্পা হতেই পারে না। আমাদের প্রার্থী তাঁর গণতন্ত্রের প্রতি ভক্তি-শ্রদ্ধা যা আছে তা জেলায় আর কারও নেই।'' যদিও বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেননি রবীন্দ্রনাথ ঘোষ। তাঁর বক্তব্য,''কে কী বলল তাতে কিছু যায় আসে না। ভোট শেষ। কিন্তু কথার লড়াই থামার বালাই নেই।''