নিজস্ব সংবাদদাতাঃ পুতিনের আগ্রাসনের বিরুদ্ধে একজোট হয়েছে গোটা বিশ্ব। তাঁর এই অযথা ক্ষমতার প্রদর্শনের কারণে তাঁকে কোণঠাসা করেছে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি। ফিফাও রাশিয়ার থেকে নিজের মুখ ঘুরিয়ে নিয়েছে। ২০১৩ সালে তায়কোন্ডো নবম ডান ব্ল্যাক বেল্ট দেয় পুতিনকে। এই পরিস্থিতিতে পুতিনের ব্ল্যাক বেল্ট কেড়ে নিয়ে তায়কোন্ডো ট্যুইট করে, "ইউক্রেনের উপর নৃশংস আক্রমণের বিরোধীতা করছে বিশ্ব তায়কোন্ডো। যুদ্ধের চেয়ে শান্তি অনেক বেশী মূল্যবান। এই কারণে তায়কোন্ডো সিদ্ধান্ত নিয়েছে পুতিনের নবম ব্ল্যাক বেল্ট প্রত্যাহার করার। ২০১৩ সালে তাঁকে এই সম্মান দেওয়া হয়েছিল।"