নিজস্ব সংবাদদাতাঃ মণিপুরে ভার্চুয়ালি এক জনসভায় বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি বলেন, 'স্বাধীনতার পর মণিপুর তার প্রথম ট্রেনের জন্য অপেক্ষা করছিল। বিজেপি রাজ্যে ট্রেন পরিষেবা শুরু করার কাজ করেছিল এবং মণিপুরকে ভারতের রেল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করেছে। নতুন রেললাইনও নির্মাণ করা হচ্ছে, যার ফলে লেআউট ও কানেক্টিভিটি আরও বাড়বে।' এদিন কংগ্রেসকে এক হাত নিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'কংগ্রেস পার্টি মণিপুরকে লুণ্ঠনের দিকে মনোনিবেশ করেছিল। তারা রাষ্ট্রকে লুণ্ঠনের কাজে এতটাই মন দিয়েছিল যে মানুষের জন্য কাজ করার জন্য তাদের কখনও সময় ছিল না। বিজেপির নেতারা মণিপুরী জনগণের মধ্যে থাকেন এবং তাদের বিকাশের জন্য তাদের সঙ্গে কাজ করেন। কংগ্রেস পার্টি মণিপুরের উন্নয়নের জন্য কাজ করেনি এবং বিচ্ছিন্নতাবাদকে উত্সাহিত করেছিল। মণিপুরের মানুষকে এ ব্যাপারে সচেতন হতে হবে। বিজেপি উত্তর-পূর্ব, বিশেষ করে মণিপুরের উন্নয়নের জন্য কাজ করে। এটি তাদের বিভক্তি ও শাসনের পরিকল্পনাকে ধ্বংস করছে।'